• ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রিং পরানোর পরও কি ঝুঁকি থাকে?

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ২০:০৯ অপরাহ্ণ
রিং পরানোর পরও কি ঝুঁকি থাকে?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হার্টে রিং (স্টেন্ট) পরানোর উদ্দেশ্য হল, ব্লক হওয়া ধমনীর মধ্যে স্বাভাবিক রক্তপ্রবাহ ফিরিয়ে আনা। এটি ততটা সহজ ও কার্যকর হতে পারে, তবে এটি কোনওভাবেই পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। রিং পরানো হলে কিছু উপকারিতা যেমন রক্তপ্রবাহ স্বাভাবিক করা, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো এবং বুকে ব্যথা (অ্যাঞ্জাইনা) কমানো পাওয়া যেতে পারে। তবে কিছু ঝুঁকি বজায় থাকে, যেমন রিংটি পুনরায় ব্লক হওয়া বা রক্ত জমাট বাঁধার সমস্যা, যা নতুন বিপদের সৃষ্টি করতে পারে। বিশেষত, এটি যদি জরুরি অবস্থায় করা না হয়, তবে এর কার্যকারিতা সীমিত থাকতে পারে।
রিং পরানোর পর কিছু ঝুঁকি থেকে যায়। যেমন, স্টেন্টের চারপাশে রক্ত জমাট বাঁধতে পারে, যার জন্য ব্লাড থিনার বা অ্যান্টি-প্লেটলেট ওষুধের প্রয়োজন হয়। আবার স্টেন্ট বসানোর জায়গায় অন্য ধমনীগুলোও ব্লক হতে পারে যদি জীবনযাত্রার মান ঠিক না রাখা হয়। সুতরাং, স্টেন্ট পরানোর পরেও জীবনব্যাপী নিয়মিত ওষুধ খাওয়া এবং সুস্থ জীবনযাপন অত্যন্ত জরুরি। এই কারণে, রিং পরানোর পরও একটি সুস্থ ডায়েট, নিয়মিত ব্যায়াম, এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখতে হবে।
রিং পরানোর পর সব কিছুই ঠিক থাকে না, যদি জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন না করা হয়। যদি আপনি হার্টের সমস্যা প্রতিরোধ করতে চান, তবে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ধূমপান ও মদ্যপান পরিহার করা, এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের ফলো-আপ চেকআপ এবং স্বাস্থ্যকর জীবনযাপন এই ঝুঁকিগুলো কমানোর প্রধান উপায়।