• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী মিছিলের চেষ্ট, জনতার হাতে আটক ৩

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ণ
রাজধানীতে আওয়ামী মিছিলের চেষ্ট, জনতার হাতে আটক ৩
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল করেন তারা। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি কিছুদূর আগালে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে জনতা। আটককৃতরা বলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
পরে ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদপুর থানা পুলিশ তাদেরকে নিয়ে যায়। মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা জানান, “ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যার’ অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। তবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই’।