পহেলা বৈশাখকে জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “এই উৎসব আমাদের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি। দল-মত নির্বিশেষে সবাইকে উৎসবে সামিল হয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হবে।”
বাংলা নববর্ষকে ঘিরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, “পহেলা বৈশাখ মানে কেবল নতুন বছরের সূচনা নয়, বরং এটি ঐক্য ও সহাবস্থানের বার্তা দেয়। আমরা যেন সবাই মিলে এই উৎসব উদযাপন করি, একে অন্যের পাশে দাঁড়াই।” তিনি বিশ্বাস করেন, এই দিনটি হতে পারে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা জোরদারের একটি চমৎকার সুযোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ নেতারা। প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। আলোচনা পর্বে সেনাপ্রধান বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। পার্বত্য অঞ্চলেও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবে।”