স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান। কিন্তু তাকে স্বাগত জানাতে থানা চত্বরে বিছানো হয় লাল গালিচা, তৈরি হয় গার্ড অব অনার মঞ্চ—যা দেখে প্রবল ক্ষোভ প্রকাশ করেন তিনি। গাড়ি থেকে নামতেই পুলিশের সালাম ও আনুষ্ঠানিকতা দেখে অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “আমি তো স্পষ্ট বলেছিলাম লাল গালিচা চাই না। তোমরা কাজ না করে এসব প্রটোকল নিয়ে ব্যস্ত থাকলে উন্নয়ন হবে কীভাবে?” এরপর তিনি সালাম গ্রহণ না করে সরাসরি থানার ভেতরে চলে যান।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে অস্ত্র লুটের ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি থেকেই যাচ্ছে, তবে উদ্ধার অভিযান চলমান। তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, “কোনো মব সহ্য করা হবে না। শৃঙ্খলার বাইরে যাওয়ার সুযোগ নেই।”
ঢাকা থেকে বিমানে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে উপদেষ্টা সোজা থানায় উপস্থিত হন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানা পরিদর্শন শেষে তিনি সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।