• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্টে ‘ইসরাইল বাদ’ ফেরানোর দাবি ঢাবি শিক্ষকদের

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৯:০০ অপরাহ্ণ
পাসপোর্টে ‘ইসরাইল বাদ’ ফেরানোর দাবি ঢাবি শিক্ষকদের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজায় ইসরাইলের বর্বর গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (৯ এপ্রিল) কলাভবনের সামনে বটতলায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ‘ইউনিভার্সিটি টিচার্স কনসোর্টিয়াম’-এর ব্যানারে শিক্ষকেরা জড়ো হয়ে দাবি জানান, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার একদিকে ইসরাইল থেকে আড়িপাতার যন্ত্র কেনে, অন্যদিকে পাসপোর্ট থেকে ‘ইসরাইল বাদ’ শব্দমালা সরিয়ে দিয়ে জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করেছে। তারা অভিযোগ করেন, এসব সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিনপ্রীতির সঙ্গে সাংঘর্ষিক। বক্তারা আরও বলেন, ইসরাইলি পণ্য বর্জন করে দেশীয় শিল্প ও কৃষি উৎপাদনে মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।
শিক্ষকদের পাশাপাশি ছাত্রদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি ঢাকাস্থ দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান ও দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন। বক্তৃতার শেষে ফিলিস্তিনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।