• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিচারক নিয়ে আর টেনশন নেই: আসিফ নজরুল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১৭:০৭ অপরাহ্ণ
বিচারক নিয়ে আর টেনশন নেই: আসিফ নজরুল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আন্তর্বর্তী সরকারের মেয়াদেই দেশে বিচারক সংকট দূর করা হবে—এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১২ এপ্রিল) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সম্প্রসারণ প্রকল্পের জায়গা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রতিটি জেলায় বিচারক ও এজলাস সংকট এখন সাধারণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, তবে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
আসিফ নজরুল বলেন, “বিচার ব্যবস্থায় শুধু বিচারক নয়, লজিস্টিকের দিক থেকেও ঘাটতি রয়েছে। তবে আমরা এসব সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছি। আমাদের সরকার খুব অল্প সময় আগে দায়িত্ব নিয়েছে, তাই নিয়োগের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। কিন্তু আমাদের মেয়াদকালেই বিচারক সংকট নিরসনসহ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে।”
পারিবারিক আদালত নিয়ে পরিকল্পনার কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। তিনি জানান, “আমরা ভাবছি, কিছু পারিবারিক মামলা আদালতের পরিবর্তে সালিশ ব্যবস্থায় পাঠানো যায় কিনা। এতে করে আদালতের চাপ কমবে এবং দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। আবার এই আদালতগুলোকে অন্যান্য নিরসনযোগ্য মামলার ক্ষেত্রেও ব্যবহার করা যায় কিনা, সেই বিষয়েও ভাবছি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, অংশীজনদের সঙ্গে পরামর্শ করেই এগোনো হবে।”