• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানের ফ্ল্যাটকাণ্ডে টিউলিপের নাম

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
গুলশানের ফ্ল্যাটকাণ্ডে টিউলিপের নাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার গুলশানে এক ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি ও ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে। অভিযোগ, পূর্ব পাকিস্তান আমলের সরকারি জমি হস্তান্তরের শর্ত ভেঙে রাজউকের প্রায় দুই বিঘা জমি দখল করে ‘উপহারের’ বিনিময়ে একটি ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ। তার প্রভাবেই ইস্টার্ন হাউজিং লিমিটেড রাজউকের নিয়ম ভেঙে জমি ও ফ্ল্যাটের অনুমোদন আদায় করে নেয় বলে জানাচ্ছে দুদক।
তদন্তে জানা যায়, গুলশান-২ এর ৭১ নম্বর রোডে টিউলিপের নামে থাকা ২০১ নম্বর ফ্ল্যাটটি একসময় ছিল সরকারি জমির অংশ। ১৯৬৪ সালে একটি শর্তে জমি বরাদ্দ পেলেও সেটি একাধিক হাত বদলের পর গিয়ে পড়ে ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের দখলে। এরপর ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা ব্যবহার করে ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাটে রূপান্তরের অনুমোদন আদায় করা হয়। বিনিময়ে টিউলিপ উপহারস্বরূপ একটি ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
এই ঘটনায় দুদক টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক কর্মকর্তা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। যদিও ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজউকের আরেক সাবেক কর্মকর্তা ড. মুহাম্মদ সেলিম মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, “রাজউকের প্লট কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই, সংশ্লিষ্ট সবাই দায়ী।” এর আগে টিউলিপের নাম উঠে এসেছিল পূর্বাচলের ৬০ কাঠার জমি সংক্রান্ত আরেকটি বিতর্কিত জালিয়াতি মামলায়ও।