• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের লোগো থেকে বিদায় নৌকা!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
পুলিশের লোগো থেকে বিদায় নৌকা!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ পুলিশের লোগো থেকে এবার চিরচেনা পালতোলা নৌকা সরিয়ে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ইউনিফর্ম বদলের পর এবার লোগোতে বড় পরিবর্তন আনছে পুলিশ সদর দফতর। অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া নতুন লোগোর প্রজ্ঞাপন শিগগিরই জারি হবে।
নতুন লোগোটি হবে এমন—পানির ওপর শাপলা ফুল, চারপাশে ধান ও গমের শীষ এবং নিচে পাটপাতার টবে লেখা থাকবে “পুলিশ”। এই নকশাটিকে আনুষ্ঠানিকভাবে মনোগ্রাম হিসেবে চূড়ান্ত করা হয়েছে, যা অচিরেই পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সরকারি কাজে ব্যবহার শুরু হবে। নির্দেশনায় বলা হয়েছে, নতুন লোগো ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি জেলা ও ইউনিটকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এবং পরে ২০০৯ সালে পুলিশের লোগো পরিবর্তন করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো লোগোতে বড় ধরনের রদবদল আসছে। নৌকা, যেটি দীর্ঘদিন ধরে পুলিশের পরিচয়ের অংশ ছিল, তা এই নতুন রূপে আর থাকছে না। পরিবর্তনটা শুধু চেহারায় নয়, প্রতীকের ভাবনাতেও।