পঞ্চগড় জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলমান। আর এই সময়ই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—কোনো প্রকার সুপারিশ নয়, চাকরি হবে একমাত্র মেধা ও প্রস্তুতির ভিত্তিতে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ফিটনেস পরীক্ষার পরে প্রার্থীদের অপেক্ষা করছে ৫০ নম্বরের লিখিত এবং ১৫ নম্বরের ভাইভা। তার ভাষায়, লিখিত পরীক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মূল প্রতিযোগিতা হয়।
সারজিস জানান, আগেরবার প্রায় ৫০০ প্রার্থী লিখিত ও ভাইভা দিয়েও শেষ পর্যন্ত মাত্র ২৮ জন নিয়োগ পেয়েছিলেন। ভাইভায় ৭-৮ নম্বর সহজেই পাওয়া গেলেও, সুপারিশ করে ২-৩ নম্বর বাড়িয়ে কোনো বাস্তব লাভ হয় না, যদি রিটেনে ভালো না করা যায়। তিনি বলেন, “রিটেনে ভাইভার তিনগুণ নম্বর—তাই যাঁরা কনস্টেবল হতে চান, এখনই রিটেনের প্রস্তুতি শুরু করুন, রাজনৈতিক নেতা খোঁজার পেছনে সময় নষ্ট করবেন না।”
সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হলে তা হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি মনে করিয়ে দেন, “কোটা না মেধা” আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তকে অসম্মান করা হবে যদি মেধার বদলে সুপারিশকে প্রাধান্য দেওয়া হয়। সারজিস আহ্বান জানান, কেউ যেন তার কাছে বা অন্য কোনো নেতার কাছে সুপারিশের জন্য না আসে। বরং সবাই যেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের পক্ষে থাকেন এবং এই স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন।