জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যারা বুক ফুলিয়ে কথা বলছেন, তারা যেন না ভোলেন—এই জায়গাটি এসেছে ছাত্রদের ত্যাগ আর রক্তের বিনিময়ে। শনিবার (১২ এপ্রিল) পঞ্চগড়ের মীরগড়ে ইকো পার্কে অনুষ্ঠিত এক কর্মশালায় সারজিস বলেন, ভবিষ্যতে যেই দল ক্ষমতায় আসুক না কেন, এই অভ্যুত্থানের ছাত্রদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো উচিত।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মন্তব্য—‘ড. ইউনুসের দরকার কী, সারজিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত’—এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারজিস বলেন, “এটি কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমরা এই ধরনের মন্তব্য প্রত্যাশা করি না। তারা আমাদের অনেক সিনিয়র, তাদের কাছ থেকে আমরা শিক্ষার আশা করি, বিদ্বেষ নয়।” একইসঙ্গে তিনি সতর্ক করেন, অতীতে যেমন নেতারা একে অপরকে খাটো করে বলতেন, সেই ধারা যেন আর ফিরে না আসে।
সারজিস আরও বলেন, ছাত্র আন্দোলনের কারণে দেশের কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটলেও, সেটা শেষ হয়ে যাওয়া নয়। বরং রাজনৈতিক পরিমণ্ডলে এখন যারা সাহস করে বক্তব্য রাখছেন, তাদের নিরাপদ অবস্থান তৈরির পেছনে রয়েছে ছাত্রদের আত্মত্যাগ। কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি পরিচালনা করে ইকো পার্ক ম্যানেজমেন্ট কমিটি ও পঞ্চগড় জেলা প্রশাসন।