• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

 টাকা ছাড়াও গল্পের খনি পাগলা মসজিদে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১৭:২২ অপরাহ্ণ
 টাকা ছাড়াও গল্পের খনি পাগলা মসজিদে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খুলতেই বেরিয়ে এল ২৮ বস্তা টাকা, সঙ্গে কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। তবে টাকার চেয়ে বেশি আলোচনায় এসেছে শত শত চিরকুট—যেখানে লেখা মানুষের মনোবাসনার গল্প, আশা আর প্রার্থনার ভাষা। কেউ লিখেছে সুস্থতার জন্য, কেউ প্রেমপূরণের আরজি, কেউ বিদেশ যাওয়ার স্বপ্নের কথা। এমনকি রাজনীতিও জায়গা করে নিয়েছে কিছু চিরকুটে—উঠে এসেছে মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার নামও।
শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই মসজিদের দোতালায় চলে গণনার কাজ। মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মাদরাসা-এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে প্রায় ৪০০ জন অংশ নেন টাকাগুলো গোনার কাজে। গণনার সময় কড়া নিরাপত্তা ছিলো; উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারাও।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিরকুটগুলো বিস্তারিতভাবে প্রকাশ না করতেই অনুরোধ করা হয়েছে, এবং দানসিন্দুক থেকে আলাদা করে এগুলো ছিঁড়ে ফেলা হয়। মসজিদ কর্তৃপক্ষ জানায়, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলা হলো। প্রতি বারই এখানে জমে ওঠে টাকা ও মানুষের না বলা গল্প। এবারও ব্যতিক্রম হয়নি—পাগলা মসজিদ যেন মানুষের মনের গোপন দরজার তালা খুলে দেয় এক শান্ত আবেগে।