• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিরে এলো ‘ইসরাইল ব্যতীত’ নিষেধাজ্ঞা!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
ফিরে এলো ‘ইসরাইল ব্যতীত’ নিষেধাজ্ঞা!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশি পাসপোর্টে আবারও ফিরে এসেছে বহু আলোচিত “ইসরাইল ব্যতীত” শর্তটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ৭ এপ্রিল জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রোববার (১৩ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ। এ আদেশে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালককে পুনরায় “ইসরাইল ব্যতীত” শর্তটি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, “এই পাসপোর্ট ইসরাইল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ।” তবে ২০২১ সালের মে মাসে “আন্তর্জাতিক মান বজায় রাখার” যুক্তিতে এই নিষেধাজ্ঞার লেখাটি ই-পাসপোর্ট থেকে সরিয়ে ফেলে সরকার। যদিও তখনও বাংলাদেশের নাগরিকদের জন্য ইসরাইলে ভ্রমণ নিষিদ্ধই ছিল, তবে পাসপোর্ট থেকে ওই বাক্য মুছে ফেলার সিদ্ধান্ত বেশ সমালোচনার জন্ম দেয় দেশ-বিদেশে।
বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারের আগের অবস্থানেই ফিরে যাওয়া হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ইস্যু হওয়া পাসপোর্টে আবারও স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে, এটি ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ। ফলে আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত নীতিতে একধরনের কূটনৈতিক বার্তা ফের দৃশ্যমান হলো বাংলাদেশি পাসপোর্টে।