ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক কাজী খলিলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত থেকে তিনি ঝালকাঠি ও দক্ষিণাঞ্চলের সংবাদ জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীর এক যৌথ বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিক মহলে তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়।