• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ণ
ড. তোফায়েল আহমেদ মারা গেছেন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) সেখানে ভর্তি হয়েছিলেন তোফায়েল আহমেদ। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে জানান, তার হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছিল। এ ছাড়া ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের। বুধবার বিকালে তার হৃদযন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের প্রস্তুতি চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন সরোয়ার জাহান। অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।