• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ কিনতে গিয়ে প্রান গেলো যুবকের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
ইলিশ কিনতে গিয়ে প্রান গেলো যুবকের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে নৌ–পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩০)-এর মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার বাতিঘর পয়েন্টে নদীর তীরে ভেসে ওঠে তার লাশ।
নিহত রাসেল খান বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় দর্জি এই তরুণের স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় ছিল একটি ছোট দোকান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার সংসার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযানে থাকা নৌ–পুলিশের স্পিডবোট তাদের ধাওয়া দিলে রাসেল আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। টানা তিন দিন উদ্ধার তৎপরতার পর অবশেষে মঙ্গলবার সকালে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বিষয়ে পরিবারের সঙ্গে কথা চলছে। স্থানীয়রা বলছেন, জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে নদীতে গিয়েছিলেন রাসেল, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তার শেষ। নদীর ঢেউ আজ ফিরিয়ে দিয়েছে এক তরুণ স্বপ্নবাজের নিথর দেহ— রেখে গেছে শোকে ভাঙা এক পরিবার ও অসহায় সন্তানেরা।