• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এলপিজি নিয়ে সুখবর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
এলপিজি নিয়ে সুখবর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় এলপিজি আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে বাজারে সরবরাহ বাড়ানোর পাশাপাশি দাম স্থিতিশীল রাখার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রোববার রাতে জানান, এলপিজি আমদানির মাধ্যমে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিপিসিকে ইতোমধ্যে মৌখিকভাবে প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমেও জানানো হবে। এর আগে ১০ জানুয়ারি বিপিসি সচিবকে দেওয়া এক চিঠিতে সংস্থাটি উল্লেখ করে, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত থাকে। এতে কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দেখা দিলে তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।
এই বাস্তবতায় বিপিসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এই উদ্যোগের ফলে বাজারে এলপিজির সরবরাহ বাড়বে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি ধীরে ধীরে কমে আসবে।