• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় কাঁচাবাজারে তীব্র আগুন

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
উত্তরায় কাঁচাবাজারে তীব্র আগুন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেওয়ায় মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সহযোগিতা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্ধার কাজ এখনও চলমান।