প্রেমের সম্পর্ক না মানায় স্কুলছাত্রের চূড়ান্ত সিদ্ধান্ত
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরগুনার তালতলী উপজেলায় পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালতলী পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত স্বাধীন দাশ (১৫) তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও প্রদীপ দাশের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্বাধীন পূর্বে বেহেলা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখছিলেন। সম্পর্কটি পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া না হওয়ায় তিনি মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়েন। অভিমান ও মানসিক চাপের কারণে নিজ ঘরে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ঘটনার তদন্ত চলবে।