• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইইউ’র পূর্ণ সমর্থন পেয়েছে বাংলাদেশের সংস্কার উদ্যোগ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
ইইউ’র পূর্ণ সমর্থন পেয়েছে বাংলাদেশের সংস্কার উদ্যোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণ সমর্থন রয়েছে। সংস্থাটি দেশের আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত বৈঠকে জানান, ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল ইতোমধ্যে নির্বাচনের মনিটরিংয়ের জন্য বাংলাদেশে অবস্থান করছে। এছাড়া, নির্বাচনে দায়িত্ব পালনকারী কোনো পক্ষকে ভোটপ্রচার বা প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি অংশগ্রহণের অনুমতি নেই।
অধ্যাপক আলী রিয়াজ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য এবং আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।