• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে স্বাস্থ্যখাতে কড়া সতর্কতা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
নির্বাচন ঘিরে স্বাস্থ্যখাতে কড়া সতর্কতা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের স্বাস্থ্যখাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হঠাৎ জারি করা এ নির্দেশনায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরুরি প্রস্তুতিতে থাকতে বলা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো এক জরুরি নির্দেশনায় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন নির্বাচনকালীন সময় হিসেবে ধরা হয়েছে। হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, এ সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মেডিকেল টিম গঠন, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, জরুরি বিভাগ ও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখতে হবে। সিটি করপোরেশন এলাকায় ছয়টি, বিভাগে চারটি, জেলায় তিনটি, উপজেলায় দুটি এবং ইউনিয়নে অন্তত একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি বিভাগে রোগীর চাপ বাড়তে পারে বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগের কথাও বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান টানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না এবং জরুরি বিভাগ, ল্যাব, ডায়ালাইসিস, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার চালু রাখতে হবে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেবা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, জনসমাগমের ঝুঁকি মাথায় রেখে এই আগাম প্রস্তুতির মাধ্যমে নির্বাচন চলাকালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য।