• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র নিজস্ব পর্যবেক্ষণে বাংলাদেশের নির্বাচন দেখবে

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৭:৫০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র নিজস্ব পর্যবেক্ষণে বাংলাদেশের নির্বাচন দেখবে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র স্বতন্ত্র উদ্যোগে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এই পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের তালিকাভুক্ত কোনো প্রথাগত বা ‘ফরমাল’ পর্যবেক্ষক দলের আওতায় পড়বে না।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি দল পাঠাচ্ছে, যাদের সঙ্গে ঢাকায় অবস্থানরত মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও নিজস্বভাবে ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। তারা মূলত ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা—এই চারটি অঞ্চলে ভোটের অবস্থা দেখবেন। প্রতিনিধিরা কোথায় কোথায় যাবেন, তার একটি তালিকা নির্বাচন কমিশনকে দেওয়ার কথা জানিয়েছেন। তালিকা পেলে কমিশন প্রয়োজনীয় সহযোগিতা করবে। ভোটের দিন যান চলাচল সীমিত থাকার বিষয়েও তারা জানতে চাইলে জানানো হয়, এ সংক্রান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে।
ইসি সচিব আরও জানান, বৈঠকে ব্যালট পেপারের আকার, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে মার্কিন প্রতিনিধিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। পুরো ব্যবস্থাপনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আচরণবিধি লঙ্ঘন বা নির্দিষ্ট কোনো অভিযোগ তারা তোলেননি; বরং অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি জানতে আগ্রহ দেখিয়েছেন। নির্বাচন নিরাপত্তা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সারা দেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে—এ বিষয়েও প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।