জুলাই আন্দোলন ভবিষ্যৎ নেতৃত্বের পথ দেখিয়েছে: ড. ইউনূস
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৬:৪৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তেমনি এই ডিজিটাল এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। ইন্টারনেট বন্ধের ঘটনায় যে গণবিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত এক শক্তিশালী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি। ড. ইউনূসের মতে, ডিজিটাল খাতই এখন পরিবর্তনের মূল চালিকাশক্তি; এই খাত থেকেই অন্য সব খাত প্রভাবিত হবে। নাগরিক সেবার ডিজিটালাইজেশন এখনও বাস্তবে পুরোপুরি কার্যকর হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার কেবল একটি ব্যবস্থা গড়ে দেবে, সেটি জনগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে—এটাই প্রযুক্তির শক্তি। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় স্কুলে ইন্টারনেট সংযোগের ঘাটতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে সেরা শিক্ষক।
চাকরির নিশ্চয়তাকেন্দ্রিক ধারণাকে তিনি ভুল বলে আখ্যা দিয়ে উদ্যোক্তা তৈরিতে রাষ্ট্রীয় সহায়তার ওপর জোর দেন। একই সঙ্গে দীর্ঘদিন একই পদে চাকরি করলে সৃজনশীলতা কমে যায় বলেও মন্তব্য করেন। জালিয়াতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তিতে এগোতে হলে সততা নিশ্চিত করতেই হবে—তবেই বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।