• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরেও কার্যকর হয়নি হবিগঞ্জের সংযোগ সেতু

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
১০ বছরেও কার্যকর হয়নি হবিগঞ্জের সংযোগ সেতু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও এখনো ব্যবহারযোগ্য হয়নি। এই সেতুর মাধ্যমে গাড়ি, মানুষ বা গবাদিপশু চলাচল করতে পারছে না। ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবন ও যাতায়াতে সমস্যা বেড়েছে।
হরষপুর রেলওয়ের ৩২ নম্বর ব্রিজের পাশে প্রায় ৪ কিলোমিটার রাস্তা তৈরি থাকলেও হাসিনাবাদ-জামালপুর সংযোগ সেতু না থাকার কারণে চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, হরষপুর থেকে কাশিমনগর যাতায়াত করতে ৪ কিলোমিটারের পথ যেতে সাধারণ মানুষকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয়, ফলে সময় ও খরচ অনেক বেড়ে যাচ্ছে। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে আরও বিপজ্জনক হয়ে ওঠে, মানুষরা রেল ব্রিজের ওপর কাঠের তক্তা ব্যবহার করে পারাপার হন। প্রায় ১৫০ ফুট দীর্ঘ এই ব্রিজ পার হতে একজন সুস্থ মানুষও ৮ থেকে ১০ মিনিট সময় নেন, হঠাৎ ট্রেন চললে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন। ২০১০ সালে হরষপুর থেকে কাশিমনগর পর্যন্ত আধা-পাকা রাস্তা তৈরি হলেও সংযোগ সেতু না থাকায় রাস্তার সুবিধা পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, বিষয়টি নজরে আছে এবং সেতুটি মেরামত করে চালুর জন্য কাজ চলছে। এলাকাবাসী আশা করছেন, দ্রুত সেতুটি চালু হলে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে।