• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সুখবর পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় নির্ধারিত আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশ আগেই মূল পর্বের খুব কাছে পৌঁছে গিয়েছিল। এরপর বুধবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্র–নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলই বাংলাদেশের ভাগ্য চূড়ান্ত করে দেয়। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। এতে নেদারল্যান্ডস ও বাংলাদেশের সমান ছয় পয়েন্ট হওয়ায় দুই দলই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে।
এদিকে বাছাইপর্বের বাকি দলগুলোর মধ্যে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। অপরদিকে এখনও কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ। উল্লেখ্য, আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।