• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজান সামনে রেখে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
রমজান সামনে রেখে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের জন্য ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রায় ১৮৬ কোটি টাকা ব্যয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১০টি লটে এক কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার তেল কেনা হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকায় এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার তেল কেনা হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকায়। একই সভায় ভোজ্যতেলের পাশাপাশি সার আমদানিসহ আরও কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা যায়।