নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি জানিয়েছেন, এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না এবং বাংলাদেশের জনগণের রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে আগ্রহী। তিনি আরও বলেন, নির্বাচন কীভাবে হবে বা তার ফল কী হবে— তা নির্ধারণ করার একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র শুধু একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।
রাষ্ট্রদূত আরও জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী এবং ফলাফলের অপেক্ষায় আছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনটি যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়— সেই প্রত্যাশা তিনিও করেন। সিইসির সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করে তিনি আশা জানান, নির্বাচন কমিশন একটি সফল নির্বাচন উপহার দিতে পারবে।