পঞ্চগড়-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান শনিবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সারজিস আলম এবং বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের বিরুদ্ধে পৃথক নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সারজিস আলম ২৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নিজের দলীয় প্রধান নয়, অন্য দলীয় প্রধানের ছবি ও ব্যানার ব্যবহার করেন এবং তিনটি তোরণ নির্মাণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তার নির্দেশ অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নওশাদ জমিরের বিরুদ্ধে একই দিনে জেলা শহরের বিভিন্ন এলাকায় ফেস্টুন ও ব্যানার অননুমোদিতভাবে স্থাপন, সরকারি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ফেসবুক আইডি দাখিল না করা ও সরকারি গণভোটের প্রচারণার ব্যানার ছেঁড়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
উভয় প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে বা প্রতিনিধি মারফত জবাব দিতে বলা হয়েছে। সময়মতো জবাব না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “উভয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে। শোকজের মাধ্যমে তাদের ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।