• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরান আলোচনায় আগ্রহী, মার্কিন হামলার শঙ্কা তীব্র: ট্রাম্প

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
ইরান আলোচনায় আগ্রহী, মার্কিন হামলার শঙ্কা তীব্র: ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী ও স্ট্রাইট গ্রুপ প্রবেশ করায় ইরানের ওপর হামলার শঙ্কা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে আলোচনায় আগ্রহী। যদিও ইরান হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো ধরনের আক্রমণের জবাব কঠোর হবে।
মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান বহুবার যোগাযোগের চেষ্টা করেছে এবং তারা আলোচনা করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে সামরিক হস্তক্ষেপ, লক্ষ্যভিত্তিক আক্রমণ বা ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সরকার বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং পশ্চিমা গোয়েন্দা রিপোর্টগুলোও এই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
ইরানও নিজেদের অবস্থান শক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যদি মার্কিন রণতরী ভুলক্রমে তাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে, তবে তা লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি, প্রয়োজনে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণের মতো পদক্ষেপ নেওয়া হবে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।