দখিনের সময় ডেস্ক:
বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পেয়েছেন। এটি ঘটেছে স্ত্রী ও সন্তানকে হারানোর মাত্র তিন দিন পর। সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা, যিনি জানান, মানবিক দিক বিবেচনা করে আদালত এই জামিন দিয়েছেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ও ৯ মাসের শিশু সন্তান নাজিমের মৃতদেহ বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো তাদেরকে দেখার ব্যবস্থা করা হয়। সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় জানায়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন পরিবারের পক্ষ থেকে যথাযথভাবে করা হয়নি। শুধুমাত্র মানবিক কারণে যশোর জেলা প্রশাসন ও কেন্দ্রীয় কারাগার সর্বোচ্চ সহযোগিতা করেছেন যাতে সাদ্দাম শেষবারে তার পরিবারকে দেখতে পারেন। সংবাদমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে যে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল, তা সঠিক নয় বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।