নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার জয়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সাফল্যের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ র্যাংকিংয়েও, যেখানে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাংলাদেশের একাধিক ক্রিকেটার উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন।
ব্যাটিং র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে তিনি ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন। নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে কার্যকর ইনিংস খেলে দিলারা আক্তারও প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন—৩৩ ধাপ উন্নতির পর তার অবস্থান এখন যৌথভাবে ৭০তম। ধারাবাহিক রান করার সুবাদে সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন, আর স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে রয়েছেন ৮৩ নম্বরে।
বোলিংয়েও বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ায় ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৪তম স্থানে। পাশাপাশি নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে মোট চার উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে অবস্থান করছেন। এই অগ্রগতি টাইগার নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করছে।