দখিনের সময় ডেস্ক:
পারিবারিক কলহের জেরে যুক্তরাষ্ট্রে নিজের শিশুসন্তানের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন বিজয় কুমার (৫১) নামে এক ভারতীয় নাগরিক। মর্মান্তিক এই ঘটনাটি সম্প্রতি জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে ঘটে, যা স্থানীয়দের পাশাপাশি প্রবাসী মহলেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন বিজয়ের স্ত্রী মিনু ডোগরা (৪৩) এবং তার আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)। ঘটনার সময় ওই বাসায় বিজয়ের ১২ বছর বয়সী সন্তানসহ মোট তিনটি শিশু উপস্থিত ছিল। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে বিজয় ও তার স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। পরে সন্তানকে নিয়ে তারা এক আত্মীয়ের বাড়িতে যান, যেখানে বাকিরা অবস্থান করছিলেন। সেখানেই একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চারজনকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি আলমারির ভেতর লুকিয়ে থাকা তিন শিশুকে উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, বিজয়ের ১২ বছর বয়সী সন্তানই আতঙ্কের মধ্যেও জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে ঘটনার খবর দেয়। শিশুরা শারীরিকভাবে নিরাপদ রয়েছে এবং বর্তমানে পরিবারের অন্য সদস্যদের তত্ত্বাবধানে আছে। এ ঘটনায় বিজয় কুমারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে চারটি হত্যাকাণ্ড ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ। এদিকে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।