সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নরসিংদীর মাধবদীতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ফ্যামিলি ডে অনুষ্ঠান থেকে ফেরার পথে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তার কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নির্দেশ দিয়েছেন, হামলাকারীরা যাতে দ্রুত আইনের আওতায় আসে তা নিশ্চিত করতে। বাকি হামলাকারীদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠন, যেমন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক), ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), পলিটিকাল রিপোর্টার ফোরাম এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। হামলার মূল আসামি এখনও ধরা পড়েনি, তবে পুলিশ ইতিমধ্যেই তিনজন—মো. আলাল সরকার, মো. রনি মিয়া ও মোহাম্মদ রিফাত মিয়াকে গ্রেপ্তার করেছে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক জানিয়েছেন, হামলাকারীরা পালিয়ে থাকলেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য নরসিংদীজুড়ে অভিযান চলছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হামলাকারীদের দল বা পরিচয় নির্বিশেষে দ্রুত আইনের আওতায় আনা হবে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা জানিয়েছে, এ ধরনের হামলা নির্বাচনী মৌসুমে সাংবাদিকদের ওপর ভয়-সন্ত্রাস ছড়িয়ে দিতে পারে, তাই জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।