• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ব্যয় বেড়েছে ২৫ হাজার কোটি টাকা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ব্যয় বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে জানান, “ডলারের হিসেবে ব্যয় বৃদ্ধির পরিমাণ বেশি নয়, তবে টাকার অঙ্কে দেখলে তা অনেক বড় মনে হয়।”
তথ্য অনুযায়ী, ২০১৩ সালের অক্টোবরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। ২০২১ সালের প্রথম দিকে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও করোনার মহামারিসহ ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রকল্পের সময়সূচিতে বিলম্ব ঘটিয়েছে। নতুন সংশোধিত অনুমোদন অনুযায়ী প্রকল্প শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুনে। মূল উন্নয়ন প্রকল্পের প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা, যা সংশোধনের পর ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকায় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মোট ব্যয় ২২.৬৩ শতাংশ বেড়েছে এবং এই অতিরিক্ত ব্যয় প্রকল্প ঋণ থেকে পূরণ করা হবে।
একনেকে অনুমোদিত অন্যান্য ২৪টি প্রকল্পসহ মোট ২৫টি প্রকল্পে ব্যয় হবে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩২ হাজার ৯০৮ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পসমূহ বাস্তবায়ন শেষে দেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।