স্বাধীনতার সুরক্ষা করেছে চব্বিশের আন্দোলনে: তারেক রহমান
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ১৮:১৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র আন্দোলন নতুন করে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে—শিক্ষাব্যবস্থার সংস্কার, সবার জন্য চিকিৎসা নিশ্চিত করা এবং হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের দাবি উঠে এসেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দোষারোপ ও সংকীর্ণ রাজনীতিতে আটকে থাকলে দেশের মানুষের ভাগ্য বদলানো সম্ভব নয়। জনগণ এখন বাস্তব পরিবর্তন চায়। চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের আবেগের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, এই নগরী থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই খালেদা জিয়া দেশনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হবে, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক- কৃষাণীদের জন্য কৃষক কার্ড চালু করে স্বল্পসুদে ঋণের ব্যবস্থার কথাও জানান তিনি।
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, খালেদা জিয়ার সরকার মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিল। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে গ্রামাঞ্চল পর্যন্ত ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে, খাল খননসহ অবকাঠামো উন্নয়ন করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জনগণের সমর্থন পেলে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।