• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আটক

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডা এলাকায় এক যুবককে হত্যাচেষ্টার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে ও মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে আফতাবনগর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন আল আমিন নামে এক যুবক। সে সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড্ডা থানায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।