• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবার চাঙ্গা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আপাতত হচ্ছে না জেলা সম্মেলন

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ণ
আবার চাঙ্গা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আপাতত হচ্ছে না জেলা সম্মেলন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
করোনার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত রাখা হলেও সেপ্টম্বরে আবারো পূরদমে চাঙ্গা হয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে জোরদার করা হয়েছে সাংগঠনিক কার্যক্রম। শোকের আগস্ট মাসজুড়ে কর্মসুচি পালনের পর সেপ্টেম্বরে শুরু হবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করার কাজ। তবে আপাতত জেলা সম্মেলন হচ্ছে না।
কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ১০ই সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সময় বেঁধে দেয়া হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইতিমধ্যে ৬টি জেলার পূর্ণাঙ্গ কমিটি জমা পড়েছে। বাকিগুলোকে আমরা ১০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আমাদের যেসব সহযোগী সংগঠন আছে তাদেরকেও নির্দেশনা দেয়া হয়েছে ১০ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেয়ার জন্য। আমাদের সভানেত্রী এগুলো দেখে যাচাই-বাছাই করে অনুমোদন দিবেন।’ নেতারা জানান, করোনার কারণে ৫ মাস সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও মানবিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন নেতাকর্মীরা।
এদিকে শোকাবহ আগস্টের প্রত্যেকটি কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিলো। এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা ছিল সবক্ষেত্রেই। তৃণমূলের কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এসব কর্মসূচিতে। ভার্চুয়াল আয়োজনে বক্তব্য রেখেছেন দলীয় সভাপতিও। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আমরা রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। কমিটি গঠন প্রক্রিয়া বলেন কিংবা সম্মেলন। নতুন বাস্তবতার নিরিখে নেত্রীর নির্দেশ অনুযায়ী দল তা পালন করার জন্য প্রস্তুত।’