Home রাজনীতি আবার চাঙ্গা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আপাতত হচ্ছে না জেলা সম্মেলন

আবার চাঙ্গা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আপাতত হচ্ছে না জেলা সম্মেলন

দখিনের সময় ডেক্স:
করোনার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত রাখা হলেও সেপ্টম্বরে আবারো পূরদমে চাঙ্গা হয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে জোরদার করা হয়েছে সাংগঠনিক কার্যক্রম। শোকের আগস্ট মাসজুড়ে কর্মসুচি পালনের পর সেপ্টেম্বরে শুরু হবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করার কাজ। তবে আপাতত জেলা সম্মেলন হচ্ছে না।
কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ১০ই সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সময় বেঁধে দেয়া হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইতিমধ্যে ৬টি জেলার পূর্ণাঙ্গ কমিটি জমা পড়েছে। বাকিগুলোকে আমরা ১০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আমাদের যেসব সহযোগী সংগঠন আছে তাদেরকেও নির্দেশনা দেয়া হয়েছে ১০ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেয়ার জন্য। আমাদের সভানেত্রী এগুলো দেখে যাচাই-বাছাই করে অনুমোদন দিবেন।’ নেতারা জানান, করোনার কারণে ৫ মাস সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও মানবিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন নেতাকর্মীরা।
এদিকে শোকাবহ আগস্টের প্রত্যেকটি কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিলো। এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা ছিল সবক্ষেত্রেই। তৃণমূলের কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এসব কর্মসূচিতে। ভার্চুয়াল আয়োজনে বক্তব্য রেখেছেন দলীয় সভাপতিও। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আমরা রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। কমিটি গঠন প্রক্রিয়া বলেন কিংবা সম্মেলন। নতুন বাস্তবতার নিরিখে নেত্রীর নির্দেশ অনুযায়ী দল তা পালন করার জন্য প্রস্তুত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments