• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন চালক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ১৯:১৫ অপরাহ্ণ
গৌরনদীতে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন চালক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ইউসুফ মিয়া (৩৬) নিহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ভোলা জেলার লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, ঢাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল নগরীতে আসেন মাইক্রোবাস চালক ইউসুফ। বুধবার রাতে বরিশাল থেকে কোনো যাত্রী ছাড়াই মাইক্রোবাস নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি। পথে দক্ষিণ মাহিলাড়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনি (ইউসুফ) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান ওসি বেল্লাল হোসেন।