Home সারাদেশ টিকা নিতে গিয়ে হেনস্থার শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 

টিকা নিতে গিয়ে হেনস্থার শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 

রকিবুল হাসানঃ

কুমিল্লা সদর হাসপাতালে টিকা নিতে গিয়ে টিকাকর্মীর হাতে হেনস্থার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। টিকা কার্ডে টিকার সিল না থাকার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থীকে হেনস্থা করেন সাব্বির হোসেন নামের এক টিকাকর্মী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের একাউন্টিং এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শারাফাত সিজান।

সারাফাত সিজানের সাথে কথা বলে জানা যায়,  দুপুর ২ টায় তিনি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেন। টিকা শেষে তিনি লক্ষ করেন তার টিকা কার্ডে টিকার নাম বা টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোন সীল নেই। শুধু  ইংরেজিতে m লেখা রয়েছে। শুধুমাত্র একটি ইংরেজি অক্ষর লিখা দেখে সিজান দায়িত্বরত টিকাকর্মী সাব্বির কে জিজ্ঞেস করলে তিনি দুর্ব্যবহার  করেন এবং এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হয়। কিন্তু সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখেও চুপ ছিলেন। তারপর প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করলে সিজান সেখান থেকে চলে আসেন।

তিনি আরো বলেন, শুধু আমার সাথে নয় লাইনে দাড়াঁনো অনেকের সাথেই সাব্বির হোসেন দুর্ব্যবহার করছেন। কিন্তু সবাই বিষয়টা নিয়ে চুপ থাকেন। আমি তাকে জিজ্ঞাস করি ‘ভাই আমার কার্ডে সীল মারা হয়নি। সীল কি না থাকলেও চলবে? এতেই সাব্বির আমার উপর রেগে গিয়ে দুর্ব্যবহার করেন।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন বলেন, বিষয়টি খুবই অনাকাঙ্খিত। এমন ঘটনার বিষয়ে আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, আমি আজ অফিসেই ছিলাম। ওই শিক্ষার্থী আমাকে তাৎক্ষণিক অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারতাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমাদের টিকা প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে এ ধরনের দুর্ব্যবহার ওনারা করতে পারেন না। শিক্ষামন্ত্রণালয় এবং  ইউজিসি থেকে তেমন নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি তারা এমনটা করে থাকেন আমরা সিভিল সার্জনের সাথে কথা বলে একটা ব্যবস্থা নিবো।

উল্লেখ্য, কুমিল্লা সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে এছাড়াও অনেক অভিযোগ রয়েছে। পূর্বে টিকা নেওয়া অনেককেই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এমনকি তাদের নারী টিকা কর্মীদের বিরুদ্ধেও টিকা প্রত্যাশী সাধারণ জনগণের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিগ বসের সেই আবদুর বাগদান সম্পন্ন, মুখ দেখাননি পাত্রীর

দখিনের সময় ডেস্ক: বিগ বস ১৬-এর খুদে তারকা আবদু রোজিক তার বাগদান অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। এতে দেখা গিয়েছে, আবদু এক তরুণীকে আংটি পরাচ্ছেন। যদিও...

মাঠের পুলিশের এখন অনেক কেবলা

আমলাতন্ত্র বলতে সাধারণত প্রশাসন ক্যাডার বোঝায়। আর বৃহত্তর পরিসরে পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতের ক্যাডারদের অন্তর্ভুক্ত করলে আমলাতন্ত্রের লটবহর বিশাল! যাদের হাতে অপরিসীম...

ছবির গেলো সব কুল

দখিনের সময় রিপোর্ট: উপজেলা নির্বাাচনের প্রথম ধাপে বরিশাল সদরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তিন যে চারজনকে পরাজিত করেছেন তাদের মধ্যে সবচেয়ে...

উপজেলায় ভাতিজার জোরে চাচা পাস, প্রশ্নবিদ্ধ সংসদ নির্বাচন

দখিনের সময় রিপোর্ট: বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তিনি পেয়েছেন ১৯ হাজার ৮০৭ ভোট। এই স্কুল শিক্ষকের সঙ্গে...

Recent Comments