• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে সপরিবারে বসবাস

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ১৫:২৫ অপরাহ্ণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে সপরিবারে বসবাস

ছবি - সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৭১ নং নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন।

করোনাকালে স্কুলটি বন্ধ থাকার সুযোগে তিনি ওই কক্ষে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু, গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুলটি খুলে দেয়া হলেও তিনি দখল ছাড়েননি।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন মোশারেফ হোসেন। কিছু বেঞ্চ একত্রিত করে বানিয়েছেন দু’টি চৌকি। কিছু বেঞ্চ একত্রিত করে রেখেছেন গৃহস্থালীর মালামাল। রান্নার জন্যে বারান্দার এক কোনে চুলা বসানো হয়েছে। সেখানে তিনি ও তার স্ত্রী থাকছেন।

এবিষয়ে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের অনুরোধে তাকে এখানে থাকতে দেওয়া হয়েছে।

মোশারেফ হোসেন জানান, তার দাদা বিদ্যালয়ের জমিদাতা। কিন্তু, তার নিজস্ব কোনো জমি না থাকায় ইউপি চেয়ারম্যানের কাছে একটি ঘর চেয়েছিলেন। তিনি ঘর দিতে না পেরে এখানে থাকতে দিয়েছেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, স্কুলের রুমে এভাবে থাকতে দেয়া বিধিসম্মত নয়। এ বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং শিগগির বিদ্যালয়ের রুমটি দখলমুক্ত করা হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিলন মাঝি বলেন, আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।