• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে সন্তান প্রসব

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ১৭:৩০ অপরাহ্ণ
ট্রেনে সন্তান প্রসব
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

ভেড়ামারা থেকে সাগরদাঁড়ি ট্রেনে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য যাচ্ছিলেন সাবিনা ইয়াসমিন।কিন্তু হাসপাতালে আর যেতে হয়নি তাকে।ট্রেনেই সন্তান প্রসব করেন সাবিনা।

গতকাল (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। কুষ্টিয়ার দৌলতপুরের সাবিনা নামের সেই নারী রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন।

সাগরদাঁড়ি ট্রেনের গার্ড ইনচার্জ আজিমুল হোসেন জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐ প্রসূতি রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন।

তখন ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে চিকিৎসকের সাহায্য চাওয়া হয়। মাইকে ঘোষণা শুনে অন্য আরেকজন নারী চিকিৎসক যাত্রী নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন। ঘটনাটি পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহকে জানানো হলে তিনি মা ও সন্তানকে জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।