• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী কর্মী গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ১৯:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী কর্মী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে নাশকতার লক্ষ্যে জড়ো হওয়া জামায়াতের ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে পাওয়া গেছে ৩৩টি জিহাদি বই। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তারা সবাই জামায়াতে ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।

সকালে এক প্রেস ব্রিফিংএ সদর থানার ওসি দেলোয়ার হোসেন তাদের আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, জেলা সদরের আলিপুরে আব্দুল জলিলের বাড়িতে বৈঠককালে গোপন খবরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, একই গ্রামের মাজেদা খাতুন, ফিরোজা বেগম, মর্জিনা খাতুন, ফরিদা খাতুন, রাজিয়া খাতুন, রাফিজা খাতুন, বিউটি খাতুন, বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন, সুলতানপুরের চায়না পারভিন ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম। তারা নাশকতার লক্ষ্যে গোপনে বৈঠক করছিলেন বলে দাবী পুলিশের।