• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাকে রেস্টুরেন্টে ফেলে গেল যুবক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ২০:০০ অপরাহ্ণ
মাকে রেস্টুরেন্টে ফেলে গেল যুবক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

ঝিনাইদহে এক বৃদ্ধাকে ফেলে রেখে গেছে তার ছেলে পরিচয়দানকারী যুবক। পরে অসুস্থ অবস্থায় ওই প্রবীণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

আশপাশের লোকজন জানান, এক যুবক প্রবীণকে নিয়ে রেস্টুরেন্টে আসেন। নিজেকে পরিচয় দেন বৃদ্ধার ছেলে হিসেবে। এক পর্যায়ে মার জন্য ওষুধ কিনতে যাবেন বলে বের হন আর ফিরে আসেননি। অপেক্ষায় থাকতে থাকতে অসুস্থ বৃদ্ধা জ্ঞান হারিয়ে ফেলেন। তখন আশপাশের লোকজন খোঁজাখুজি শুরু করে। তবে কোথাও পায়নি ছেলে পরিচয়দানকারী যুবককে।

শেষ পর্যন্ত খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ তার নাম-পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে।