• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা পরিবারের হাঁটার রাস্তা দখল করে চাঁদাদাবীর অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ২২:৩৩ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা পরিবারের হাঁটার রাস্তা দখল করে চাঁদাদাবীর অভিযোগ

Exif_JPEG_420

সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল নগরীর মুসলিম গোরস্থান রোডের এক মুক্তিযোদ্ধা পরিবারের হাঁটার রাস্তা দখল করে চাঁদাদাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ১৬ই সেপ্টেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

পুলিশ কমিশনার বিস্তারিত ঘটনা শুনে তাৎক্ষণিক কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্যাতিত পরিবার প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুরুপ কর্মসূচি পালনের ঘোষনা দেন।

বিস্তারিত বর্ণনায় জানা যায় বিগত প্রায় ৭০ বছরের পুরাতন শহীদ সেলিম বাগের রাস্তা বি.এস. খতিয়ানভূক্ত যার দাগ নং: ৬৯৭৯ এবং একটি মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে রাস্তা চলমান থাকবে মর্মে রায় দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে গত ২৩ এপ্রিল ২০২১ তারিখে রাজিব পন্ডিত তার ২০ থেকে ২৫ জনের দল নিয়ে ৬০ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া রাস্তার প্রায় ৫ ফুট দখল করে লম্বাভাবে কাঁটাতারের বেড়া দেয় এবং একলক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ ব্যাপারে থানায় একাধিক অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।