‘সরকারের ফাঁদ থেকে বিএনপির শীর্ষ নেতাদের বের হওয়া কঠিন’
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
বিএনপিতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও যাত্রাবাড়ী থানার সভাপতি নবী উল্লাহ নবী। তাঁর মতে, বিএনপির শীর্ষ নেতারা সরকারের এজেন্টদের ফাঁদে এমনভাবে পা দিচ্ছেন সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যাচ্ছে।
উপনির্বাচনে ঢাকা-৫ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত নবী উল্লাহ নবী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এমন অভিযোগ করেন।
ঢাকার সাবেক কমিশনার নবী উল্লাহ নবী একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করেন। ঢাকার বিএনপির অন্য প্রার্থীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ভোট পান। তবে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর কারণে শূন্য হওয়া এই আসনে এবার দলের মনোনয়ন পাননি নবী উল্লাহ নবী। সাবেক এমপি সালাউদ্দিন আহমদকে বিএনপি মনোনয়ন দিয়েছে।
নবী উল্লাহ নবী পোস্টে বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের এত পরিশ্রম জেল, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, ত্যাগ বৃথা যাবে? তাহলে কি আমরা বিএনপির বিজয় দেখে যেতে পারবো না?’