• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এবার কমিটিতে মর্যাদাপূর্ণ স্থান পাবে আওয়ামী লীগের দুঃসময়ের নেতা-কর্মীরা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ণ
এবার কমিটিতে মর্যাদাপূর্ণ স্থান পাবে আওয়ামী লীগের দুঃসময়ের নেতা-কর্মীরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
এবার আওয়ামী লীগের দুঃসময়ের নেতা-কর্মীরা কমিটিতে মর্যাদাপূর্ণ স্থান পাবে। সম্মেলন শেষ হয়েছে এ রকম ৩৩টি জেলা পূর্ণাঙ্গ খসড়া কমিটি এখন আওয়ামী লীগ সভাপতির টেবিলে। এছাড়া দেয়া হয়েছে সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ খসড়া তালিকাও। এসব তালিকা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চালানোর কথা বলছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ও পরে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৩টির সম্মেলন শেষ করা হয়। এছাড়া সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ ও জাতীয় শ্রমিক লীগেরও সম্মেলন শেষে পুর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়।
সূত্রমতে দুই চারটি বাদে জেলা কমিটি জমা হয়ে গেছে। মহানগরের উত্তর দক্ষিন কমিটি জমা হয়েছে। শুধুমাত্র যুবলীগ জমা কমিটি জমা দেয়নি। দলের সভাপতিমণ্ডলীর সভায় জেলা কমিটিগুলোতে বিভক্তির কারণে প্রতিদ্বন্দ্বী সবপক্ষের নেতাদের না রাখা হলে কমিটি ভেঙে দেয়া হবে বলে কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।