• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুঃসময়ের কর্মীদের প্রাধান্য দেয়ার নির্দেশ কাদেরের, কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা ৩ অক্টোবর

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০, ১৩:৫৬ অপরাহ্ণ
দুঃসময়ের কর্মীদের প্রাধান্য দেয়ার নির্দেশ কাদেরের, কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা ৩ অক্টোবর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দুঃসময়ের কর্মীদের প্রাধান্য দিয়ে কমিটি পুর্নাঙ্গ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ৩ অক্টোবর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। অনুষ্ঠানে ২৮ সেপ্টেম্বর দলীয় সভাপতির ৭৪তম জন্মদিন পালনের বিস্তারিত কর্মসুচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি নেত্রীকে করোনার সময় সবোর্চ্চ মানবিকতা দেখিয়ে জামিন দেয়া হয়েছে। বিএনপি একে দুর্বলতা মনে করলে ভুল করবে। গণবিরোধী যড়ষন্ত্রে ড়িপ্ত হলে দেশের জনগণকে নিয়ে কঠিন জবাব দেবার হুশিঁয়ারি দেন কাদের।