
দখিনের সময় ডেক্স:
গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছেন, কামাল হোসেনের ভুলে যাওয়ার সমস্যার পাশাপাশি তার ওপর অশুভ প্রভাব আছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে, জাতীয় প্রেসক্লাবে গণফোরামের একাংশের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
মোস্তফা মহসীন মন্টু বলেন, এখনো বিশ্বাস করি কামাল হোসেন বিতর্কিত লোকদের পরিত্যাগ করবেন। তিনি আরো বলেন, পরিস্থিতির কারণেই নির্বাচনের সময় বিএনপির সঙ্গে ঐক্য করা হয়েছিলো। ওই ঐক্যে জামাত ছিলো না। তিনি বলেন, কামাল হোসেনকে দলীয় স্বার্থে সবাইকে নিয়ে বসতে আহ্বান করলেও তা হয়নি। নব্বই দিন পর পর মিটিং হওয়ার কথা থাকলেও হয়নি। কাউন্সিলে যারা আসবেন তাদের সঙ্গে বসে কামাল হোসেনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
Post Views:
৭২