আওয়ামী লীগের কার্যক্রম জোরদার করতে গঠিত হলো ৮টি বিভাগীয় টিম
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
কার্যক্রম জোরদার এবং গতিশীল করতে আটটি সাংগঠনিক বিভাগের জন্য আটটি টিম করেছে আওয়ামী লীগ। শনিবার(৩ অক্টোবর) দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিভাগীয় টিমের প্রস্তাব দলীয় সভাপতির কাছে জমা দিলে এতে তিনি অনুমোদন দেন। সংবাদ সম্মেলনে এই বিভাগভিত্তিক টিম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আটটি বিভাগের টিমে আছেন যারা-
ঢাকা বিভাগ- টিম সমন্বয়ক ডা. দীপু মনি (যুগ্ম সাধারণ সম্পাদক) ও মির্জা আজম (সাংগঠনিক সম্পাদক)। সদস্য- ড. মো. আব্দুর রাজ্জাক (সভাপতিমণ্ডলীর সদস্য), লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (সভাপতিমণ্ডলীর সদস্য), অ্যাডভোকেট আব্দুল মান্নান খান (সভাপতিমণ্ডলীর সদস্য), ড. আব্দুস সোবহান গোলাপ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. দেলোয়ার হোসেন (বন ও পরিবেশবিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক), শামসুন নাহার চাঁপা (শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক), মেহের আফরোজ চুমকি (মহিলাবিষয়ক সম্পাদক), মো. সিদ্দিকুর রহমান (শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক), ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (সদস্য), অ্যাডভোকেট কামরুল ইসলাম (সদস্য), অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার (সদস্য), আনোয়ার হোসেন (সদস্য), ইকবাল হোসেন অপু (সদস্য), অ্যাডভোকেট সানজিদা খানম (সদস্য), সাহাবুদ্দিন ফরাজী (সদস্য), মোহাম্মদ সাইদ খোকন (সদস্য),