• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্ছেদ অভিযান নদীতে, মাফিয়ারা ধর্মঘট ডেকেছে সড়কে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ণ
উচ্ছেদ অভিযান নদীতে, মাফিয়ারা ধর্মঘট ডেকেছে সড়কে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
আবার প্রমান হলো, সড়কের মাফিয়ারা বেপরোয়া! নদীর জায়গা পুনরুদ্ধারে রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় তুরাগ তীরে উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)।এ উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে একটি মহল।
তুরাগ তীরে উচ্ছেদের ঘটনায় ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সঙ্গে জুড়ে দিয়েছে বিআইডব্লিউটি’র যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলকে চাকুরী থেকে অপসারণসহ ৯ দফা।
বিআইডব্লিউটিএ সূত্র বলছে, নদীর জায়গা পুনরুদ্ধারে গাবতলীর ওই এলাকায় তিনবার অভিযান চালানো হয়েছে। কিন্তু বারবার দখল হয়ে যাওয়াও ২৬ আগস্ট পুনরায় অভিযান পরিচালিত হয়। নদী দথল করার জন্য ভরাট করে সেখানে অকেছো ও পুরান ট্রাক রাখা হয়েছিলো।
এবিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, নদীর জায়গায় যানবাহন রাখা বেআইনি। সেখানে আগে মাইকিং করা হয়েছিল। তারা না শোনায় ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। তবে মালিক শ্রমিকদের সাথে বৈঠক হয়েছে। আইনগতভাবে তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন গণমাধ্যমকে জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি। একটি পক্ষের প্ররোচণায় এই ধর্মঘট ডাক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।