• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেসি ম্যাজিকেই সেমিতে মায়ামি!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৭:৪৭ অপরাহ্ণ
মেসি ম্যাজিকেই সেমিতে মায়ামি!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ১-০ ব্যবধানে হারের পর মেসির ইন্টার মায়ামির সামনে কঠিন পথ ছিল। দ্বিতীয় লেগে আবারও ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে দলটি, এগিয়ে যায় লস অ্যাঞ্জেলেস এফসি। তবে এরপরই মাঠে শুরু হয় লিওনেল মেসির জাদু। প্রথমার্ধেই আর্জেন্টাইন মহাতারকার গোলে সমতায় ফেরে মায়ামি। ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশে গোল করেন মেসি।
দ্বিতীয়ার্ধে মায়ামির নিয়ন্ত্রণ আরও বাড়তে থাকে। অ্যালেনের দুর্দান্ত চিপ থেকে রেদোনদো গোল করে দুই লেগ মিলিয়ে ম্যাচে সমতা ফেরান। যদিও তখনও অ্যাওয়ে গোল নিয়মে এগিয়ে ছিল এলএএফসি। ৬৭তম মিনিটে সুয়ারেজের এক গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের নাটকীয় মোড় নেয় ৮৪তম মিনিটে, যখন পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে মেসি ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।
শেষ মুহূর্তে গোলরক্ষক অস্কারের দুটি দুর্দান্ত সেভ মায়ামির জয় নিশ্চিত করে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় মেসিরা। পরের রাউন্ডে তাদের মুখোমুখি হতে পারে মেক্সিকোর পুমাস বা কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। মেসি এবং মায়ামির দারুণ ঘুরে দাঁড়ানো এখন টুর্নামেন্টে এক নতুন উত্তেজনার নাম।